মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) থেকে এ তথ্য দেওয়া হয়েছে।
জানা যায়, বুধবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি ৫৫)। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে থামতে সিগন্যাল দেওয়া হয়। চালক কাভার্ডভ্যানটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১ হাজার পিস শাড়ি, ৮ হাজার ২৬৭ মিটার থান কাপড়, সোফার কাপড় ৮৬০ মিটার, বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫ হাজার পিস ক্রিম, পারফিউম ৪১২ পিস, বেবি লোশন ৩৬০ পিস ও কিটক্যাট চকলেট ২১ হাজার ৮৮০ পিস জব্দ করে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ এর একটি টিম অভিযান চালায়। অভিযানে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলা জেলা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available