শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণ ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা শাখার আয়োজনে নন্দকুমার মডেল ইনস্টিটিউট’র মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক–কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূইঁয়া।
শিক্ষক সমিতির শিবচর উপজেলার সভাপতি মো. আতাউর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, শিক্ষকদের জাতীয়করণ করা হলে শিক্ষা ব্যবস্থার আরও পরিবর্তন হয়ে যাবে। শিক্ষার গুণগত মানেরও উন্নত হবে। বিগতদিনে শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের অভাবে শিক্ষা ব্যবস্থা খাদে পড়ে গেছে। এজন্য অবস্থা থেকে মুক্তি নিতে হলে সমাজের বিভিন্নস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ৩০ হাজারের বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষককে জাতীয়করণ করেনি শেখ হাসিনা সরকার। গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনা সরকারের শিক্ষাক্ষেত্রের দুরবস্থার দিকে কোনো কর্ণপাত ছিল না। তারা ছিল লুটপাটের সরকার। কোথা থেকে কী লুট করতে হবে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। শিক্ষাখাতে যত বাজেট ছিল সেগুলো আওয়ামী লীগের সরকার হাতিয়ে নিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available