ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের নির্বাহী কমিটির সহ-সম্পাদক মরহুম ইনতাজুল হক ফজিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বাদ আসর মুন্সিপাড়া গোরস্তান মসজিদে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের (সাবেক অধ্যক্ষ) প্রফেসর আইয়ুব আলির সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন, সহ সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ। এ সময় মরহুম ইনতাজুল হক ফজিরের ছেলে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরি, মাহমুদ হাসান রাজু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ খয়রুল কবীর, সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন, সাংগঠনিক সম্পাদক খয়রুল ইসলাম রোমান, মামুন অর রসিদ, শওকত আলী, মেহেদি হাসান জুয়েল ও ওয়াহিদ নেয়াজ।
দোয়া পরিচালনা করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মাসুদ আহমেদ সুবর্ণ। একই সাথে সংগঠনের কার্যকরী নির্বাহী কমিটির প্রয়াত সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন খতিব মাওলানা খলিলুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available