• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১১:৫২:০২ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১১:৫২:০২ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরের গাংনীতে মাইকের উচ্চ শব্দে জনজীবন অতিষ্ঠ

৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৩৫:৫০

মেহেরপুরের গাংনীতে মাইকের উচ্চ শব্দে জনজীবন অতিষ্ঠ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে বেপরোয়াভাবে যত্রতত্র মাইক বাজানো হচ্ছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হলেও কোনো প্রতিকার হচ্ছে না।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক বাজিয়ে রাজনৈতিক-সামাজিক সংগঠনের কর্মসূচি, ভোগ্যপণ্য, ডাক্তারের সন্ধানসহ নানা প্রচার-প্রচারণা চালানো হয়। ফলে সড়কের পাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, অফিস-আদালত, ব্যাংক-বীমার দাপ্তরিক কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

মাইকের আওয়াজে শিক্ষার্থীরা রাতের বেলায় যেমন পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, তেমনি রোগী ও তার স্বজনরা মাইকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রশাসনের অবহেলা আর নিষ্ক্রিতার কারণে বেপরোয়াভাবে যত্রতত্র মাইকের ব্যবহার বাড়ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শব্দ দূষণে শরীরের প্রথম আক্রান্ত হয় কান এবং শ্রবণশক্তি। যারা অতিরিক্ত শব্দের মধ্যে থাকেন তারা ধীরে ধীরে শ্রবণশক্তি হারাতে থাকেন। শব্দদূষণের কারণে শিশু মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। অতিরিক্ত শব্দে স্ট্রোক, হার্ট অ্যাটাক, মানসিক অসুখের ঝুঁকি বাড়ায়। এছাড়া মানসিক ক্লান্তি, উচ্চ রক্তচাপ, স্নায়ুবিক সমস্যা, অমনোযোগিতা সৃষ্টি এবং স্মৃতিশক্তি হ্রাস করে।

গাংনী বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, সকাল থেকেই মাইকে নানা প্রচার-প্রচারণা শুরু হয়। মাইকের শব্দে কান ঝালাপালা অবস্থা। সঙ্গে আছে গাড়ির হর্নের শব্দ দূষণ। এই শব্দ দূষণের যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই।

গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, এখন পরীক্ষা চলছে। অথচ, দিনে-রাতে সমানতালে মাইক বাজানো হচ্ছে। মাইকের আওয়াজে পড়ায় মনোযোগ দেওয়া যায় না।

গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা বলেন, উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে ক্লাসে শিক্ষক শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলে। এ কারণে পাঠদান ব্যাহত হয়। তাই উচ্চ শব্দে মাইক ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

কয়েকজন মাইক ব্যবসায়ী জানিয়েছেন, ক্রেতা ও শ্রোতাদেরকে আকৃষ্ট করতে উচ্চ শব্দে মাইক বাজাতে হয়। সবাই তো মাইক বাজাচ্ছে, তাই আমরাও বাজাচ্ছি।

উচ্চশব্দে মাইক ব্যবহার বন্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না জানতে চাইলে তিনি গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, বিষয়টা দেখছি।

মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আবারও বলা হবে। জনসচেতনার জন্য এ বিষয়ে সংবাদ প্রকাশ করার জন্য আহবান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৬:০৫


সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৫:৩২