শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর শনিবার বিকালে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, আহত ও নিহতদের পরিবারের সদস্যরা ।
এ সময় জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণী ও স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।
জুলাই-আগস্টে আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available