• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়পুরায় জুলহাস হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা

২৫ এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৪০:৪৯

রায়পুরায় জুলহাস হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: ঈদের দিন বিকেলে জুলহাস হত্যাকান্ডের ঘটনায় রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা হালিমা বেগম ২৪ এপ্রিল সোমবার রাতে ২০ থেকে ২৫ জন অজ্ঞাত আসামি এবং ১২ জনকে চিহ্নিত করে এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা এস আই মাহমুদুল হাসান।

জানা যায়, উপজেলা নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরের জালাল মিয়া প্রায়ই এলাকায় ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। ঈদের দিনও বীরগাঁও পূর্বপাড়ার মোস্তফার মুরগীর ফার্মের পাশে ককটেল ফুটায় জালাল এবং তার দলবল। এতে মুরগীর ক্ষতি হবে বলে ফার্মের মালিক বাঁধা দেন। ফলে ক্ষিপ্ত হয়ে জালাল ও তার অনুসারীরা দলবল নিয়ে মোস্তফার উপর হামলার চেষ্টা করে। বিষয়টি এক পর্যায়ে আপোষ-মিমাংসা করে দেন স্থানীয়রা। কিন্তু এর পরেও জালাল তার দলবল নিয়ে হামলা চালায় মোস্তফার উপর। এসময় গুলি করা হলে ৬-৭ জন গুলিবিদ্ধ হন। পরে আহতদের নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জুলহাস মিয়া (২৮) নামে একজনে মৃত্যু হয়। পরে আহতদের মধ্য থেকে ৩ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ হত্যাকান্ডের ঘটনায় সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান। পরিদর্শনকালে তার সাথে ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আজিজুর রহমানসহ জেলা ও উপজেলার উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০