স্টাফ রিপোর্টার, গাজীপুর: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ক্ষমতার দাপট কমেনি এখনো। সরকারি টাকায় করছেন বাগান বাড়ির রাস্তা। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে নতুন বাজার হতে তার বাগান বাড়ি পর্যন্ত ১৫৪১, ৬ ফুট দীর্ঘ ১৮ ফুট প্রশস্ত রাস্তার কাজ চলছে। সরকারের ৭৫. ৭৯ লাখ টাকা ব্যয়ে করা হচ্ছে এ রাস্তা। ক্ষমতা দিয়ে মেয়র আতিক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তার বাগান বাড়ির রাস্তা সরকারি প্রকল্প ভুক্ত করেন। এখন সরকারি টাকায় ওই রাস্তার কাজ চলছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ধনুয়া গ্রামে ঢাকা উত্তরসিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার এক বন্ধুর প্রায় ৭৫ বিঘার একটি প্রজেক্ট রয়েছে। ওই প্রজেক্টে আতিকুল ইসলাম গড়ে তুলেছেন এক বিশাল বিলাসবহুল বাগান বাড়ি। ধনুয়া নতুন বাজার থেকে আতিকের বাগান বাড়ি পর্যন্ত কোনো রেকর্ডিয় রাস্তা ছিলো না। একটি পায়ে চলার রাস্তা দিয়ে চলতো গ্রামবাসী। আতিকের বাগান বাড়িতে যাতায়াতের রাস্তা না থাকায় অপেক্ষাকৃত কম মূল্যে পেয়ে যান ওই জমি। পরে রাস্তার জমি ক্রয় করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ জমিতে সরকারি টাকায় করছেন রাস্তা।
নাম প্রকাশ না করে একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন আতিক। ওই সময় দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় সরকার প্রকৌশলের সদরদপ্তর থেকে তার বাগান বাড়ির ৪৭০ মিটার বা ১৫৪১,৬ ফুট দীর্ঘ ১৮ ফুট প্রশস্ত রাস্তার অনুমোদন নেন। পরে ওই রাস্তার দরপত্র আহ্বান করে গাজীপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি কার্যাদেশ প্রায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জসিম এন্টার প্রাইজ। ৭৫. ৭৯ লাখ টাকা বরাদ্দে রাস্তার কর্মযজ্ঞ চলছে। ওই এলাকার আঞ্চলিক বা ফিডার রোডগুলো স্থান ভেদে আট থেকে দশ ফুট প্রশস্ত। কিন্তু একটি বাগান বাড়ির সংযোগ সড়ক ১৮ ফুট প্রশস্ত। এটি সরকারি টাকার সুষ্পষ্ট অপব্যবহার বলে দাবি করেন সচেতন মহল।
এবিষয়ে জানতে আতিকের বাগান বাড়িতে গেলে কেউ মুখ খুলেনি। স্থানীয় হাবিবুর রহমান আলিম অভিযোগ করে বলেন, আমার জমি নিয়েছে। সতেরো বছর এখানে আসতে পারিনাই। এখানে ছালাম এবং আতিক সাহেবের প্রজেক্ট। কেও আসে না। দেখি কোনো মালিক আসে।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী আবদুস ছামাদ পাওনাদার জানান, এ রাস্তার প্রকল্প অনুমোদন করানো হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল সদর দপ্তর থেকে। দরপত্র আহ্বান করা হয়েছে জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে। গত ১৯ ফেব্রুয়ারি ২৪ তারিখে কার্যাদেশ পেয়ে ঠিকাদার কাজ করছে। আমরা শুধু কাজের তদারকি করছি। কার জমিতে কীভাবে রাস্তা হচ্ছে এটি বলতে পারবো না।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম মোহাম্মদপুর থানার একটি মামলার আসামী। গত ১৬ অক্টোবর মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available