নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা নবাবগঞ্জের বর্দ্ধনপাড়া এলাকার প্রগতি সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবু মোহাম্মদ আল মামুনকে সভাপতি ও আরিফ আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
৮ ডিসেম্বর রোববার বেলা ৩টায় এক জরুরি সভায় কামরুল হাসান, আমিনুল ইসলাম, শেখ ইব্রাহিম, আব্দুল কুদ্দুসসহ অন্যান্যদের উপস্থিতিতে নতুন এ কমিটি ঘোষণা করেন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মেহেদি হাসান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, জেরেমি সাহা সনি সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক অজিত শীল, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল, সমাজ কল্যাণ সম্পাদক প্লাবন সরকার এবং প্রচার সম্পাদক হিসেব রয়েছেন আবু হুরায়রা।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- শিবলী নোমান, মো. চঞ্চল ও সাইফুল ইসলাম পলাশ। এর আগে সাজ্জাদ আলম বাদল আহ্বায়ক ও মিরাজ উদ্দিন হায়দার আরজু যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
নতুন কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যান্যরা বলেন, আমরা শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজের কল্যাণে কাজ করে যাব। আশা করি আগামীতে এই বর্দ্ধনপাড়া প্রগতি সংঘ হবে নবাবগঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সেরা ক্লাব।
তারা আরও বলেন, আমরা চাই এলাকার গণ্যমান্যদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা। ভালো কিছু করতে হলে একা সম্ভব নয়, সকলের সহযোগিতায় বর্দ্ধনপাড়া প্রগতি সংঘ আরও এগিয়ে যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available