• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৯:০০:২১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৯:০০:২১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে শোকজ

৮ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০২:০৩

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। ৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠন বিরোধী এমন কর্মকাণ্ডের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। সেই সাথে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শন করতে হবে।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠে। সাগর প্রধান নিজের বলয়কে ভারী করে তোলার জন্য কোনো রকমের বাদ-বিচার না করেই যাকে তাকে যুবদলে পুনর্বাসন করছেন। এ নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি তৃণমূল পর্যাযের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিলো।

জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তিত পরিস্থিতির পর থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। সেই সাথে যুবদলের ব্যানারে দলের কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন।

সূত্র বলছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিলো বিএনপি। আর এই ক্ষমতার বাইরে থাকাবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের পরিবার পরিজন ছেড়ে দিন পার করেছেন। অনেক সময় বিএনপির নেতাকর্মীরা বাড়ি থাকতে পারলেও তাদের সকাল থেকে বিকেল পর্যন্ত সময় কাটতো আদালতের এক বারান্দা থেকে আরেক বারান্দা।

এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। যে আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও পরোক্ষভাবে অংশহগ্রহণ করেন। ছাত্রসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রাণ হারান। সেই সাথে শেষ গত ৫ আগস্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ছাড়েন।

শেখ হাসিনার দেশ ছাড়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তৃণমূল পর্যায়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা আড়াল হয়ে পড়েন। তবে আড়াল হয়ে যাওয়া অনেকেই আবার বিএনপির নেতাকর্মীদের আশ্রয়ে প্রশ্রয়ে ফিরে আসার চেষ্টা করে যাচ্ছেন। আবার কিছু কিছু বিএনপির নেতাও তাদের আশ্রয় দিচ্ছেন। আর এই তালিকায় যুক্ত হয়েছেন সাগর প্রধান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮



ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ৬
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫৭


শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৪

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮