• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৩:৩০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৩:৩০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

মানুষ মানুষের জন্য

টাকার অভাবে মৃত্যুর প্রহর গুনছে ওমান ফেরত প্রবাসী নুরুল হুদা

৯ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৪১:২৮

টাকার অভাবে মৃত্যুর প্রহর গুনছে ওমান ফেরত প্রবাসী নুরুল হুদা

নোয়াখালী প্রতিনিধি: টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত ওমান থেকে ফেরত প্রবাসী নুরুল হুদা (২৪)। তার শরীর বর্তমানে অনেকটায় জীর্ণশীর্ণ হয়ে দাঁড়িয়েছে। ধার দেনা করে ঢাকার বিভিন্ন হাসপাতালে গত ৫ মাস পরিবার চিকিৎসা করালেও, টাকার অভাবে এখন বাড়ি ফিরিয়ে আনা হয়েছে তাকে। অভাবের সংসারে ব্যয় বহুল এই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

নুরুল হুদা নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের মাওলানা বেলাল উদ্দিনের ছেলে। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি পঞ্চম। জীবিকার তাগিদে ২০২২ সালের ২১ ডিসেম্বর ওমানের পাড়ি জমান। ভাগ্যের নির্মম পরিহাস, প্রবাস জীবনে বছর ঘুরতে না ঘুরতেই মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হন এই রেমিটেন্স যোদ্ধা।

বড় ভাই মো. আবদুল্যাহ জানান, টানা ৫ মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে নুরুল হুদার চিকিৎসা করতে খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। যার সবটুকুই মানুষের কাছ থেকে ধার-দেনা করে যোগাড় করতে হয়েছে। কিন্তু নিন্ম মধ্যবিত্ত বাবার পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার আর বহন করা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে নুরুল হুদাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এখন বসত ঘরের একটি কক্ষে মৃত্যুর প্রহর গুনছে দুরারোগ্য মরণব্যাধিতে আক্রান্ত নুরুল হুদা।  

বাবা মাওলানা বেলাল উদ্দিন জানান, প্রবাসে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ওমানের একটি হসপিটালে নেওয়া হয়। তখন ডাক্তাররা তাকে দেশে পাঠানোর জন্য দ্রুত ব্যবস্থা করতে বললে মালিকপক্ষ তাকে দেশে পাঠিয়ে দেন। দেশে আসার পর অনেক পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, নুরুল হুদা মরণব্যাধি পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে দেশের কয়েকজন চিকিৎসক জানান, তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তাকে দীর্ঘদিন উন্নত চিকিৎসায় থাকতে হবে। তবে চিকিৎসা খরচ অনেক বেশি হবে।

তিনি আরও জানান, নুরুল হুদাকে সুস্থ করতে হলে আরও উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু সেই চিকিৎসার খরচ দেয়ার সামর্থ্য আমার নেই। তাই সে বর্তমানে বাড়িতে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে।

এমতাবস্থায় ছেলেকে বাঁচাতে তার বাবা বিত্তবানদের সাহায্য প্রার্থনা করে বলেন, ‘উন্নত চিকিৎসা পেলে আবার নতুন জীবনে ফিরবে আমার ছেলে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮

দোয়ারাবাজারে গলায় রশি পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:২৩





জয়পুরহাটে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪

টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪১:৫৭


পাবনায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৩:০৬