নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে মোড়কজাত করে বিক্রির অপরাধে শামীম আহমেদ নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৮ ডিসেম্বর রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১ লক্ষ টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার আশিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন বলেন, অভিযুক্ত শামীম হোসেন দীর্ঘদিন ধরে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। উপজেলায় ভেজাল সার ও কীটনাশকের কারণে কৃষকের ফসল উৎপাদনে সমস্যা হয়। স্থানীয় কৃষকরা বিশ্বাস করে নামিদামি ব্র্যান্ডের প্যাকেট দেখে ক্রয় করে প্রতারিত হয়েছে। সামনের দিনগুলোতে এই ভেজাল সার, কীটনাশক তৈরি ও বিক্রয়কারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available