• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০৩:১২:৫৩ (27-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০৩:১২:৫৩ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সংবাদ প্রচারের পর হাসপাতাল পরিদর্শন করেছেন ইউএনও

৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২৫:৩৯

সংবাদ প্রচারের পর হাসপাতাল পরিদর্শন করেছেন ইউএনও

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে এশিয়ান টেলিভিশনের পোর্টালে গত ৫ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নজরে আসে ইটনা উপজেলা প্রশাসনের।

৮ ডিসেম্বর রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র নিজ চোখে দেখার জন্য সরজমিনে পরিদর্শনে যান কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক। তিনি হাসপাতালের প্রত্যেকটি শাখা ঘুরে ঘুরে দেখেন এবং বিদ্যমান সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করেন।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইটনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক জানান, আমাদের ইটনা উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করে বিভিন্ন সমস্যা পাওয়া গেছে, যা নোট করা হয়েছে। যে ঘাটতিগুলো এইখানে সমাধান করা যাবে এইগুলো চেষ্টা করা হচ্ছে। আর যেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া সম্ভব নয়, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য সমস্যা গুলো সমাধানের চেষ্টা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫২:৪০





খোকসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৩:০৬


গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১৭


মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬