স্টাফ রিপোর্টার, সিলেট: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, ভারতের চক্রান্তে সিলেটের পাথর কোয়ারী বন্ধ করে রাখা হয়েছে।
৮ ডিসেম্বর রোববার রাত ১০টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ফয়জুল করিম বলেন, পরিবেশ নষ্টের অজুহাতে সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা ভারতের দালালরা পতিত আওয়ামী সরকারের সিদ্ধান্ত বহাল রেখে দেশকে পঙ্গু করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বন্ধ থাকা সিলেটের সকল পাথর কোয়ারী খুলে না দিলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। তিনি দ্রুত পাথর কোয়ারী খুলে দেয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ থাকায় নদীর নাব্যতা হারিয়েছে। অপরদিকে সিলেটসহ সারাদেশ প্রতিবছর ভয়াবহ বন্যায় আক্রান্ত হচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। পরিবেশবাদীদের দাবি উপেক্ষা করে আওয়ামী সরকার ভারতকে খুশি করতে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল। ঢাকা এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকার পরিবেশ নষ্ট হলেও বুড়িগঙ্গা রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে না। অথচ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নষ্ট করে পাথর কোয়ারী বন্ধ করে রেখেছে। এ দেশের মুক্তিকামী জনগণ ফ্যাসিস্ট, পতিত আওয়ামী সরকারের সিদ্ধান্ত মেনে নিতে পারে না। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে ইনশাল্লাহ।
পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক আবুল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেটের সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ও ঢাকা মেট্রোপলিটন বারের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. আরিজ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ লস্কর, রাহাদুজ্জামান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available