• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৫৯:৪৭ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৫৯:৪৭ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ফের ৪৩১ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ২

৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪৭:৫৭

সিলেটে ফের ৪৩১ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ২

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে ফের ট্রাক ভর্তি ৪৩১ বস্তা ভারতীয় চোরাই চিনির চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ ডিসেম্বর) রাতে সিয়েরা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা সিলেট-তামাবিল সড়কের সুরমা বাইপাস এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চালান। এ সময় একটি ট্রাকে ৪৩১ বস্তায় ২১ হাজার ১১৯ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দ করা চিনির বাজারমূল্য ২৫ লাখ ৩৪ হাজার ২৮০ টাকা হবে। অভিযানে নেতৃত্বে ছিলেন শাহপরান থানার উপ পরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম। অভিযানিক দল চিনি চোরাচালান কাণ্ডে জড়িত ২ জনকে আটক করেছে।

আটকরা হলেন, সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইসলাম নগরের সিরাজুল ইসলামের ছেলে সাহিদ আহমদ (২৬) ও পার্শ্ববর্তী জৈন্তাপুর বাগেরখাল এলাকার সাদ উল্লাহর ছেলে ইমন আহমদ (১৮)।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যক্তি ট্রাকে করে ভারতীয় চিনি নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে। এসএমপির শাহপরাণ (র.) থানার রাত্রীকালীন সিয়েরা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা সুরমা গেইট বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে চিনিভর্তি ট্রাকসহ দুই যুবককে আটক করে। এরপর রাত সোয়া ৩টা পর্যন্ত জব্দ তালিকা প্রস্তুত করার পর আসামিদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-(৬(১২)’২৪) রেকর্ড করা হয়।

এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) সিলেট সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৬০ বস্তায় ২ হাজার ৯৪০ কেজি ভারতীয় চিনিসহ দুই যুবককে আটক করে পুলিশ। এর আনুমানিক বাজারমূল্য ধরা হয় ৩ লাখ ৫২ হাজার ৮শ টাকা। ওই ঘটনায়ও মামলা হয়েছে। একের পর এক চিনির চালান আটক হলেও থেমে নেই চোরাচালানিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৫:৩৩

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮





দিনাজপুরে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৮:২২