ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ ৫ জন নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘নারী কন্যার সুরক্ষা করি-সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে নিয়ে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক। তখন উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, সাবেক শিক্ষক মো. ফজলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সাংবাদিকবৃন্দসহ মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে জয়িতা পুরস্কার পেয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার ধনপুর ইউনিয়নের চরপাড়া গ্ৰামের মো. নানু মিয়ার মেয়ে মোছা. চম্পা বেগম। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়সিদ্দি ইউনিয়নের মুদিরগাঁও গ্ৰামের রহিম উদ্দিনের মেয়ে দিলরুবা নাসরিন। সফল জননী পুরস্কার পেয়েছেন জয়সিদ্দি ইউনিয়নের বারবাড়িয়া গ্ৰামের উমর আলীর মেয়ে আনোয়ারা বেগম। নির্যাতনের বিভেষীকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী জয়সিদ্দি ইউনিয়নের বড় আলগা পাড়া গ্ৰামের মো. সাব্বির ইসলামের মেয়ে কিরন ইসলাম রিপা। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জয়িতা পুরস্কার পেয়েছেন বাদলা ইউনিয়নের মো. আ. সাত্তার মিয়ার মেয়ে সাবিকুন্নাহার রুপনা আক্তার।
বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক বলেন, বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। তিনি চ্যালেঞ্জ নিয়ে দেখিয়েছেন কীভাবে অন্ধকার থেকে নারীদের আলোতে আসতে হয়। মানুষের ইচ্ছাশক্তি থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা যায় এটাই প্রমাণ করেছেন তিনি। শিক্ষার্থী এবং নারীদের উচিত বেগম রোকেয়া জীবন ইতিহাস সম্পর্কে জানা এবং বেগম রোকেয়ায় মতো জীবন সংগ্রামে মনোবল নিয়ে এগিয়ে যাওয়া।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available