• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১০:১০:৪২ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১০:১০:৪২ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৩:১৫

কালিয়াকৈরে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ। এ সময় তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ আমাদের পরিবার থেকেই শুরু করতে হবে। আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে এবং সৎ থাকার গুরুত্ব বুঝাতে হবে। পরিবারে যদি সৎ ও আদর্শের চর্চা হয়, তাহলে সমাজেও তার প্রতিফলন ঘটবে।

তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাহলেই একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব।

সভায় অন্যান্য বক্তারা দুর্নীতির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীল আফরোজ, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুর রহমান, ঢালজোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত করিম গজনবী, শ্রীফলতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভিসহ অনেকে। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৫:৩২






গত অর্থ বছরে মেট্রোরেলে আয় ২৪৪ কোটি টাকা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৩৭:৫৫



অবশেষে জাবিতে বাতিল হলো পোষ্য কোটা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:০২:১৩