• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৪:১১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৪:১১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, মা-মেয়ের মৃত্যু

৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:১৫:১৫

শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে শিশু কন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মারা গেছে কন্যা শিশুটিও। ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তরে পাশে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নাসরিন আক্তার (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। নাসরিন গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া এলাকার এনামুল হক বিশ্বাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শী পারভীন আক্তার বলেন, নিহত নারী সকাল থেকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসে ছিলো। অনেক সময় ঐ নারী মোবাইল ফোনে কয়েকদফা কথাবার্তা বলে কান্নাকাটি করে। এর কিছুক্ষণ পর ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেন আসলে ঐ নারী তার শিশু কন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে শিশুকন্যা ট্রেনের সঙ্গে আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে। মহিলাটার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত শিশু কন্যাকে আমি উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাই। এরপর চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠান। ততক্ষণে আহত শিশুর বাবা রাসেল ও চাচা সাগর হাসপাতালে চলে আসে। এরপর গুরুতর আহত শিশুকে এম্বুলেন্সযোগে ময়মনসিংহ নিয়ে যায়।

নিহতের স্বামী মো. রাসেল মিয়া বলেন, আমি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরি করি। গত তিনদিন যাবৎ আমি কর্মস্থলে যাচ্ছি না। এনিয়ে আমাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সামান্য ঝগড়াঝাঁটি হয়। তেমন বড় ধরনের ঝগড়াঝাঁটি হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে এরকম সমস্যা তো হয়েই থাকে। আহত বাচ্চাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেলে যাচ্ছি।

সাতখামাইর বাজারে ওষুধ ব্যবসায়ী মারুফ প্রধান বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখি। গুরুতর আহত শিশু রেল লাইনের পাশে পড়ে রয়েছে। পাশে মায়ের রক্তাক্ত মরদেহ। এরপর আশপাশের লোকজন গুরুতর আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত নারীর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুস্মিতা বলেন, বেলা সোয়া ১১টায় শিশু জান্নাতুল রাফসাকে (১১) আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮

দোয়ারাবাজারে গলায় রশি পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:২৩





জয়পুরহাটে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪

টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪১:৫৭


পাবনায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৩:০৬