• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ১২:০৩:৫৯ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ১২:০৩:৫৯ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

৯ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৯:৪৩

মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। ৯ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।

নিহত লাভলু মিয়া ঘিওর উপজেলার কুস্তা গ্ৰামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আজকে বিকেলে পৌনে ৫টার দিকে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার কুস্তা ও উপজেলা এলাকার বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলতাফ ও হিমেল নামের দুইজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর ওই আহতদের দেখার জন্য লাভলু মিয়া হাসপাতালের গেটে যাওয়ার পর পরই তাকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘিওর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর ছাত্রদলের সাবেক নেতাকে উদ্ধার করে চিকিৎসা জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ হয়। এসময় লাভলু নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৬:০৫


সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৫:৩২