মানিকগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মানিকগঞ্জের শহীদ রফিকুল ইসলাম, আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা জিয়া পরিবার’ নামের একটি সংগঠন।
৯ ডিসেম্বর সোমবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা এলাকার শহীদ রফিকুল ইসলামের বাড়িতে "আমরা বিএনপি পরিবার" আয়োজিত সভায় তাঁদের হাতে নগদ অর্থ প্রদান করেন "আমরা জিয়া পরিবারের" পক্ষ থেকে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
'আমরা বিএনপি পরিবার' এর সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা, 'আমরা বিএনপি পরিবার' এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক সত্যন কান্ত পন্ডিত ভোজন, উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু বেপারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, মো. আলাউদ্দিন, যুবদল আহ্বায়ক মো. হোসেন আলীর, সদস্য সচিব মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান, ছাত্র নেতা আজিজুল হাকিম প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহতরা। প্রধান অতিথির বক্তব্যদানকালে বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, 'অন্যের জন্য গর্ত করলে যে, সেই গর্তে পরতে হয় তার প্রমাম শেখ হাসিনা।
তিনি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দি রেখেছিলেন। ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ২০০০ ছাত্র জনতার হত্যার দায় নিয়ে শেখ হাসিনা চলে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন। কিন্তু পারেন নি। ভিডিও বার্তা দেওয়ার জন্য তারেক রহমানের সমালোচনা করতেন। আজ শেখ হাসিনা নিজেই ফেসবুক, ইউটিউবে ভিডিও বার্তার মাধ্যমে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। কোথায় গেলো আপনার বাহাদুরি। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে তাঁদের অবদানের কথা স্মরণ করতে তাঁদের নামে স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।
শেষে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available