ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার পলি মিশ্রিত খান মরিচ ইউনিয়নের মাঠভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। দিগন্ত জোড়া হলুদের বিস্তার। চরের ফসলি মাঠের চারপাশ ভরে উঠেছে হলুদের ঘ্রাণ আর সৌরভে। ঘাড় হলুদ বর্ণের এ ফুলে মৌ-মাছিরা গুণগুণ করে মধু আহরণ করছে।
কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। রোদে ঝলমল করছে সরিষার ক্ষেত। হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। সরিষার ব্যাপক ফলনে গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে। হলুদ সরিষার ফুলের অবারিত সৌন্দর্য এখন লুটি পুটি খাচ্ছে মাঠে মাঠে। শীতের কুয়াশাকে উপেক্ষা করে চাষিরা সরিষার ক্ষেতের যত্ন নিচ্ছেন।
আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা বীজ বুনে ভালো ফলনের আশা করছেন চাষিরা। মাঠের পর মাঠ প্রকৃতিতে যেন অন্য এক মাত্রা এনে দিয়েছে। হলুদ সরিষা ফুলের মৃদু সৌরভ ছড়িয়ে পড়েছে গ্রামের এখানে-সেখানে। যে কোন মাঠে প্রবেশ করলেই চোখে পড়বে সোনাঝরা এ ফুলের সীমাহীন ফসলি জমির বাগান।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মওসুমে পাবনার নয় উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৩ হাজার ৫৬৫ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৩৭ হাজার ৯৭৪ হেক্টরে। প্রতি হেক্টরে দুই টন হিসেবে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫ হাজার ৯৪৮ টন।
খান মরিচ ইউনিয়নের কঠোবাড়িয়া গ্রামের বর্গাচাষি আলহাজ সুজন ছালাম ও পাটুল গ্রামের মিন্টু জানান, আমরা আমাদের জমিতে দুই তিন ধরনের সরিষা আবাদ করেছি। সরিষা ফুলে ক্ষেত ভরে গেছে। দেখে খুব ভালো লাগছে।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দিন বলেন, চলতি মওসুমে জেলায় ৩৩ হাজার ৫৬৫ হেক্টর জমিতে সরিষা আবাদেও লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় চলতি মওসুমে চাষিরা সরিষা চাষে ঝুঁকে পড়ে। এ বছর ভাঙ্গুড়া উপজেলাসহ, সাঁথিয়া, সুজানগর, ঈশ্বরদী, আটঘড়িয়া, চাটমোহর, ফরিদপুর, উপজেলায় সরিষা আবাদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৭ হাজার ৯৭৪ হেক্টরে। আর এক মাসের মধ্যেই ক্ষেত থেকে সরিষা তোলা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করবেন চাষিরা। উন্নত জাতের বীজ, সারের সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগ কৃষকদের পাশে ছিল বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available