• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৩:১৩ (14-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৩:১৩ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সাদুল্লাপুরে শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে ধান শুকানোর ভিডিও ভাইরাল

১১ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:২৩:৩৯

সাদুল্লাপুরে শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে ধান শুকানোর ভিডিও ভাইরাল

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে ধান শুকানো হচ্ছে, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় বন্ধ থাকায় সন্ধ্যায় শ্রেণিকক্ষের চেয়ার-টেবিরে সরিয়ে ফ্যান চালু করে ধান শুকানো হচ্ছে।

জানা গেছে, ৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার ছোট দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ ঘটনাটি ঘটে।

সরেজমিন গিয়ে দেখা যায়, একই চিত্র। দিনের বেলায় শিক্ষাপ্রতিষ্ঠান চললেও রাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে শুকানো হচ্ছিলো সিদ্ধ কর ধান। প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়ার নির্দেশে বিদ্যালয়ের নাইটগার্ড কাম দপ্তরি সজিব মিয়ার কাছে থেকে চাবি নিয়ে স্থানীয় বিদ্যুৎ নামের এক ব্যক্তি ধান শুকাচ্ছেন। বেশ কয়েকদিন থেকে এ কাজ করছেন তিনি।

এছাড়াও বিদ্যালয়ের নানা অনিয়মের জন্য ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, এভাবে সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ অপচয় করে ফ্যান চালিয়ে ধান শুকানো দুঃখজনক। এর সাথে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী নয়ন মিয়া বলেন, এরকম ঘটনা আসলে দুঃখজনক। সরকারি স্কুলে স্কুলের ফ্যান চালিয়ে কেনো ধান শুকাতে হবে।

এদিকে রাতেই গণমাধ্যম কর্মীদের দেখতে পেয়ে ছুটে আসেন ধানের মালিক বিদ্যুৎ। তিনি বলেন, ‘হালকা বৃষ্টি আসায় দপ্তরির কাছ থেকে চাবি নিয়ে ধানগুলো বিদ্যালয়ের ভিতরে তুলেছি।’

প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া বলেন, ধান শুকানোর বিষয়ে কিছুই জানেন না তিনি। এর জন্য তিনি নাইট গার্ড কাম দপ্তরিকে দায়ী করেন।

অপরদিকে নাইট গার্ড কাম দপ্তরি সজিব মিয়া বলেন, প্রধান শিক্ষককে জানিয়ে অন্যের ধান শুকানো হচ্ছে। আমি কিছু বললে আমাকে আরও রাগারাগি করে মাস্টার ও এই ধান মালিক বিদ্যুৎ।

এদিকে ঘটনা জানার পর ইতোমধ্যে ধান সরানো হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক ও নাইট গার্ড কাম দপ্তরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিসিসিএমইএর বিশেষ সাধারণ সভা
১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২১:৫৯




টুঙ্গিপাড়ায় অবৈধভাবে জমি দখলের অভিযোগ
১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২১:১১

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৯:৫১