• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কক্সবাজারে ট্রলার থেকে উদ্ধার হওয়া ৬ জনের মরদেহ হস্তান্তর

২৬ এপ্রিল ২০২৩ দুপুর ১২:২২:০৫

কক্সবাজারে ট্রলার থেকে উদ্ধার হওয়া ৬ জনের মরদেহ হস্তান্তর

সাইফুল ইসলাম সায়েফ, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারে বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে ভাসমান একটি মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার হওয়া ১০ টি মরদেহের মধ্যে ৬ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের পর স্বজনদের সনাক্তের উপর ভিত্তি করে মরদেহগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. শাহীন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। বাকি ৪ জনের মরদেহ নিয়ে ডিএনএ টেস্টের ফলাফলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এসময় জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান, স্বজনদের সনাক্তের উপর ভিত্তি মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। বাকি ৪ জনের স্বজনরা সঠিকভাবে সনাক্ত করতে না পারার কারণে সেগুলো দেওয়া হয়নি।

পুলিশ সুপার, মো. মাহফুজুল ইসলাম জানান, মঙ্গলবার দাফনের পর স্বজনরা এই ঘটনায় মামলা করবে।

হস্তান্তর করা মরদেহগুলো হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের শামসুল আলম, শাপলাপুরের শওকত উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, ওসমান গণি ও নুর কবির এবং চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মোহাম্মদ তারেকের।

উল্লেখ্য, ২৩ এপ্রিল রোববার ভাসমান মাছ ধরার ট্রলার থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাছ রাখার স্টোর থেকে গলিত মরদেহগুলো উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫