পাবনা প্রতিনিধি: পাবনায় ‘পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পৌর শহরের পাওয়ার হাউজ রোডস্থ সমিতির কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা শাখার আয়োজেনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদ পাবনা শাখার সভাপতি অ্যাড. কামরুন নাহার জলির সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুন নাহার জোসনা লিখিত বক্তব্য পাঠ করেন।
কামরুন নাহার জোসনা বলেন, ‘বাংলাদেশ মহিলা পরিষদ পাঁচ দশকের অধিক সময় ধরে নারী-পুরুষের সম-অধিকার, নারীর ক্ষমতায়ন এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পাবনার ৯টি উপজেলার বিভিন্ন পাড়া, গ্রাম, মহল্লার তৃণমূল কমিটি ও জেলা শাখার মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘নারীদের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ও বিশ্ব নারী আন্দোলনের ঘোষণা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের সাথে একাত্ম হয়ে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করে আসছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ বছরও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই সংগঠনের পক্ষ থেকে ৫৮টি জেলা শাখায় বহুমুখী কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করছে।’
তিনি আরও বলেন, শালিসের মাধ্যমে দাম্পত্য কলহ নিষ্পত্তি করা হয়েছে। আইনি পরামর্শ প্রদান করা হয়েছে এবং জাতীয় আইনগত সহায়তা সংস্থাসহ মামলায় প্রেরণ করা হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও অগ্রগতি দৃশ্যমান হলেও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে না, যা গভীর সংকট সৃষ্টি করছে। নারী নির্যাতন কিছুটা কমলেও অপরাধের ধরন পাল্টেছে। আগে এসিড নিক্ষেপের ঘটনা বেশি সংঘটিত হতো। এখন অনলাইনে নারী নির্যাতন বেড়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available