মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খেলার মাঠে এসে শেষ হয়। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তরা দেশের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে কৃষকদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করা হয়।
বক্তারা বলেন, কৃষকদল প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available