নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘অধিকার এখানে, এখনই প্রকল্পের’ আয়োজনে দিনব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুবদের ঐক্য তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী ও অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে ক্ষমতায়িত করার লক্ষ্যে এমন আয়োজন করে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, অধিকার এখানে এখনই প্রকল্প নওগাঁর ইয়ুথ সদস্যরা।
জাতীয় যুব দিবস উপলক্ষে খেলাধুলা, রক্তের গ্রুপ নির্ণয়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন অধিকার এখানে, এখনই প্রকল্প নওগাঁর জেলা যুব সংগঠক ফারজানা রেজা রুমি।
অনুষ্ঠানে ইয়ুথ সদস্য তাহমিনা রেজা মৌসুমী ও ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সোহান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বায়ক স্বপন কুমার মিস্ত্রী। অনুষ্ঠানে যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন অধিকার এখানে এখনই প্রকল্পের রংপুরের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সুত্রধর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক জাবেদ ইকবাল, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) সাকিব বিন জামান প্রত্যয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিশ্বজিৎ মজুমদার। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available