টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা আবুল হোসেন সরকার আবুর দাপটে এখনো এলাকাবাসী অতিষ্ঠ।
গত ৫ আগস্ট ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরকার থেকে পদত্যাগ করার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা লোকালয়ে চলে যায়। কিন্তু আবু সরকার তার স্থানীয় ক্যাডার বাহিনী নিয়ে এখনো ঘারিন্দা ইউনিয়নে তার এলাকায় দাপটের কারণে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছে।
জানা যায়, ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সদস্য ছিলেন আবুল হোসেন সরকার (আবু সরকার)। যিনি বিগত আওয়ামী লীগের আমলে বিএনপি ছেড়ে ক্ষমতার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম ফজলুর রহমান খান ফারুক ও গোপালপুর-ভুয়াপুরের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরকে ফুলের তোড়া উপহার দিয়ে গত ৬ মে আওয়ামী লীগে যোগদান করেন। এরপর থেকে তার দাপটে ঘারিন্দা ইউনিয়নে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।
একটি গোপন সূত্র জানায়, জুলাই আন্দোলনে ছাত্রদের পিটানো ও প্রতিহত করতে ১০টি অটো ও সিএনজিযোগে রড ও লাঠি দিয়ে তার কর্মী-সমর্থকদের শহরে পাঠায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রতিহত করতে। বর্তমানে ক্ষমতার জন্য আবার কতিপয় কিছু বিএনপির লোকজনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। বিএনপিকে ব্যবহার করে দলে ঢোকার চেষ্টা চালাচ্ছে এবং প্রতিদিন মিটিং করতেও দেখা যায় তাকে।
ঘারিন্দা ইউনিয়ন বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবু সরকারের স্বপ্ন ঘারিন্দা ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার। কিন্তু এই ধরনের ব্যক্তি, যার কোনো রাজনৈতিক চরিত্রই নেই সে কীভাবে আমাদের এই ইউনিয়ন পরিষদের উন্নয়ন করবে। তার কর্মীদের আঘাতে ছাত্র আন্দোলনের অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এই আবু সরকারকে ঘারিন্দা ইউনিয়ন থেকে বিতাড়িত করতে চাই।
অপর আরেক নেতা বলেন, আমরা এই পল্টিবাজ নেতাকে দলে দেখতে চাই না। আমরা চাই বিএনপি যেন আওয়ামী লীগের মতো না হয়। যারা দলের দূর দিনে ছিলো তারা যেন মূল্যায়ন হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল বলেন, কোনো ভাবেই প্রশ্নই উঠে না এদের মতো কোন নেতা দলে প্রবেশ করতে পারবে না। কোন প্রকার অনুপ্রবেশ করানো যাবে না। যারা আওয়ামী লীগের দোসর তাদের তো জায়গা হবেই না তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available