• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:৪৬:২৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:৪৬:২৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাঞ্ছারামপুরে বড় জায়ের লাথিতে প্রাণ গেলো গৃহবধূর

১১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:০০:০৬

বাঞ্ছারামপুরে বড় জায়ের লাথিতে প্রাণ গেলো গৃহবধূর

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় জায়ের লাথিতে তিন সন্তানের জননী ছোট জা' ছনি বেগম নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উজানচর  ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছনি বেগম কালিকাপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ নবী হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি রাধানগর গ্রামে। তিনি আব্দুল খালেকের মেয়ে।  

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় ৬ জনকে আসামী করে নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে একটি হত্যা মামলার দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়ন কালিকাপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় মাথা থেকে গোবরের বোঝা নামানোকে কেন্দ্র করে নিহত ছনি বেগমের বড় জ্যা আনোয়ারা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনোয়ারা বেগম ছনি বেগমকে তলপেটে লাথি ও কিল ঘুসি দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে রাত সাড়ে সাতটার সময় রাস্তায় মারা যান। নিহতের পরিবার পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা আব্দুল খালেক বলেন, আমার মেয়ে তার বড় জায়ের গোবরের বোঝা মাথা থেকে নামিয়ে দেয় নি। তাই সে আমার মেয়ের তলপেটে লাথি মেরে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার দাবি করছি।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই জায়ের মধ্যে কথা কাটাকাটি ঘটনায় লাথি ও কিল ঘুসি মারে। এ সময় তার সাথে থাকা স্বামী ও সন্তান তাকে মারধর করে বলে শুনেছি। তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জয়পুরহাটে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪

টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪১:৫৭


পাবনায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৩:০৬




ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৫:৩৩

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮