নওগাঁ প্রতিনিধি: নওগাঁ পৌরসভায় ওএমএসের সবকটি কেন্দ্র চালুর দাবিতে ফুড অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা।
১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে কর্মসূচি পালন করেছেন তারা। পরে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক এনামুল কবিরের আশ্বাসে অফিস চত্বর থেকে সরে যান তারা।
বিক্ষুব্ধদের অভিযোগ, পরিবর্তিত প্রেক্ষাপটের আগে নওগাঁ পৌরসভা এলাকায় ১৮টি কেন্দ্রে ওএমএস ডিলারদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যের চাল ও আটা দিত সরকার। ৫ আগস্টের পর ১৮টি কেন্দ্রের মধ্যে হঠাৎ ১৫টি কেন্দ্র অযৌক্তিকভাবে বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চরম বিপাকে পড়েছেন তারা। তাই ওএমএস নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করে অনতিবিলম্বে সবকটি কেন্দ্র চালুর দাবি করেন তারা।
নওগাঁ জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক এনামুল কবির জানান, বন্ধ থাকা ওএমএস কেন্দ্র চালুর দাবি নিয়ে অফিস চত্বরে আসা ভোক্তাদের কথা শুনেছি। তাদের দাবির বিষয়গুলো জেলা ওএমএস কমিটি বরাবর উত্থাপন করা হয়েছে। শীঘ্রই ফলপ্রসূ সিদ্ধান্ত নিয়ে এই সংকট সমাধান হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available