• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১১:৪৯:৫৫ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১১:৪৯:৫৫ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলীতে যুবকের আত্মহত্যা প্ররোচণায় জড়িতদের গ্রেফতারের দাবি

১১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৭:২৮

আমতলীতে যুবকের আত্মহত্যা প্ররোচণায় জড়িতদের গ্রেফতারের দাবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ব্যবসায়ী নিয়াজ মোর্শ্বেদ তনয়ের আত্মহত্যা প্ররোচণার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আলহাজ্ব নান্নু মোল্লার ছেলে নিয়াজ মোর্শ্বেদ তনয়ের সঙ্গে আরেক ব্যবসায়ী চাওড়া চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতি মীমের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। ইতোমধ্যে তার স্ত্রী ফারিয়া জান্নাতি মীম তারেক হাসান বাহাদুর নামের এক ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরকীয়া প্রেমিক নিয়ে তিনি (মীম) বিভিন্ন স্থানে ঘুড়ে বেড়াচ্ছেন এবং টিকটক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন। এতে ক্ষুব্ধ হয়ে তনয় স্ত্রী মীমকে গত ২৪ সেপ্টেম্বর তালাক দেয়। তালাক নোটিশ পেয়ে ১৭ অক্টোবর মীম তার স্বামী নিয়াজ মোর্শ্বেদ তনয়ের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুক মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ তনয়কে গ্রেফতার করেন। এ মামলায় তনয় ১১ দিন জেল হাজতে ছিল। 

স্ত্রী ফারিয়া জান্নাতি মীম ও তার সাঙ্গপাঙ্গরা স্বামী তনয়কে বিভিন্নভাবে বুলিং ও হয়রানি করতো। এতে নিয়াম মোর্শ্বেদ তনয় মানসিকভাবে ভেঙ্গে পড়ে। ফলে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। স্ত্রীর পরকীয়া ও তার পরিবারের লোকজনের বুলিং ও হয়রানির এমন কর্মকাণ্ড সইতে না পেরে গত ২৯ নভেম্বর ভোররাতে তনয় স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও তার স্বজনদের নির্যাতনের বর্ণনা স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষপান করেন। মুহূর্তের মধ্যে তার স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত ৩০ নভেম্বর ঢাকা শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় গত ৫ ডিসেম্বর আমতলী থানায় তনয়ের বড় বোন অ্যাডভোকেট তানিয়া আক্তার বাদী হয়ে তনয়ের স্ত্রী ফারিয়া জান্নাতি মীমকে প্রধান আসামী করে ১২ জনের নামে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ওই রাতেই পুলিশ মীমের বড় ভাই আসামী খালিদ গাজীকে গ্রেফতার করেছে। তনয়ের আত্মহত্যার জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ১১ ডিসেম্বর বুধবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতের আইনজীবী মো. আরিফ উল হাসান আরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তনয়ের বাবা আলহাজ্ব মো. নান্নু মোল্লা ও বড় বোন মামলার বাদী আইনজীবী তানিয়া আক্তার। মানবন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মামলার বাদী আইনজীবী তানিয়া আক্তারের অভিযোগ, আসামীরা মামলা তুলে নিতে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি মামলা তুলে না নিলে আমাকে ও আমার মেয়েকে অপহরণের হুমকি দিচ্ছে। দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জানান তিনি।  

আমতলী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, নিয়াজ মোর্শ্বেদ তয়নকে আত্মহত্যার প্ররোচণার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাতের আঁধারে ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:৩০

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২



কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮