স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে তাঁর নিজ জেলা নেত্রকোনায় বিক্ষোভ করা হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার দুপুরে নেত্রকোণা শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর দুইটা থেকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বেলা ১১টা থেকে লুৎফুজ্জামানের নির্বাচনী এলাকা মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি উপজেলা ছাড়াও জেলার প্রায় সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এতে করে সমাবেশ শহরের প্রধান সড়কে হাজার হাজার নেতাকর্মী জমা হন। এ সময় পুরো শহরে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক আনোয়ারুল হক। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মো. রফিকুল ইসলাম হিলালী ও জেলার সাবেক সভাপতি মজিবর রহমান খান প্রমুখ। এটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ওএস এম মনিরুজ্জামান দুদু।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। তাঁকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলায় ১৭ বছর কারাগারে রাখা হয়েছে।
তারা আরও বলেন, বেশ কয়েকটি মামলার রায়ে তাঁকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অবশ্য এর মধ্যে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ কিছু মামলা থেকে বেকসুর খালাস প্রদান করা হয় বর্ষীয়ান রাজনীতিবীদ তুখোড় এ নেতাকে। আর যে-সব মামলা বিচারাধীন রয়েছে তা থেকে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেয়াড় আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সব এলাকার প্রচুর উন্নয়ন করেন। আজও সে উন্নয়নের ছাপ বিভিন্ন জায়গায় দেখা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available