নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় সমাজকে মাদকমুক্ত ও ইভটিজিং বন্ধে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পিতিবার উপজেলার চৌড়সুবুদ্ধি বাজার সংলগ্ন খেলার মাঠে যুবসমাজের উদ্যোগে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।
খেলার উদ্বোধন করেন সারা বাংলা ম্যারাথন চ্যাম্পিয়ন ও জেলা ছাত্রদল নেতা সাব্বির ভূইয়া। ড. হান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামান খান, তাওহিদ আফ্রিদি, রিদয়সহ আরও অনেকে।
এসময় বক্তব্যে সাব্বির ভুঁইয়া বলেন, সুস্থতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। সুস্থ থাকতে হলে খেলাধুলা খুবই প্রয়োজন। সমাজকে মাদকমুক্ত ও ইভটিজিং বন্ধ করতে আজকের খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে তরুণদের খেলাধুলার প্রতি মনোযোগী করতে হবে। এরমধ্যেই তরুণরা ভালো দিকে যাবে।
খেলায় অংশ নেয় বন্ধু মহল ফুটবল একাদশ বনাম রয়েল ফুটবল একাদশ। বন্ধু মহল ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে রয়েল ফুটবল একাদশ জয়ী হয়। পরবর্তীতে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available