• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৪২:৫২ (12-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৪২:৫২ (12-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান

১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:২২:৩০

নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, পুলিশ, ১১ ডিসেম্বর, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের টিম। ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করে যৌথ বাহিনীর সদস্যরা। পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনকে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেন, আমরা অনেক অবৈধ স্ট্যান্ড এখান থেকে সরিয়েছি। চাঁদমারি পর্যন্ত কোনো বাস কাউন্টার নেই। এখান থেকে সিএনজি স্ট্যান্ড তুলে দিয়েছি আবার হয়ত তারা এখানে ভিড় করছে। এভাবেই চলছে। আমরা সরিয়ে দেই তারা আবার এসে বসে।

তিনি আরও বলেন, আমরা কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করছি। এ অভিযানের মাধ্যমে শহরের পাশাপাশি বাহিরের যানজটও যাতে এক সাথে নিরশন করা যায়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

এ অভিযানের মূল উদ্দেশ্য শহরের যানজট নিরসন ও সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া। আমরা মানুষকে রাস্তায় দোকান বসানো বা গাড়ি না রাখার ব্যাপারে সচেতন করছি, পাশাপাশি তাদের জরিমানাও করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চলে গেলেন সংগীত শিল্পী পাপিয়া সারোয়ার
১২ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২০:৩৯




দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না পঞ্চগড়ে
১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৬:২০



চুয়েটের ১১ শিক্ষার্থীকে বহিষ্কার
১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২৫:০৫