ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় জনসাধারণ। ১১ ডিসেম্বর বুধবার দুপুরে বটতলা মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কঞ্চিপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান লিটন মিয়া, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রেজাউল করিম, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, লুৎফর রহমান লালন, সোহেল মিয়াসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, কিছু অসাধু বালু দস্যু রাজনৈতিক সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছে। তাদের বালু উত্তোলনের কারণে শতশত বিঘা আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সেই সাথে কোটি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নকৃত নদীর তীর সংরক্ষণ প্রকল্প হুমকির মুখে পড়েছে।
মানুষের বাড়িঘর, তীর ও রাস্তাঘাট রক্ষা করার জন্য এখনি প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করার জোড়ালো দাবি জানান তারা। এসব ভূমিদস্যু ও বালু খেকুদের প্রতিরোধের জন্য প্রশাসন যদি জরুরি ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন মানবন্ধনকারীরা।
উল্লেখ্য, বালাসীঘাট এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় শক্তিশালী একটি সিন্ডিকেট। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী মহলের যোগসাজশে বালুখেকোরা নদীতে ড্রেজার বসিয়ে ট্রাক, ড্রাম ট্রাক, মাহিন্দ্র ও ভটভটি দিয়ে প্রতিদিন হাজার হাজার টন বালু উত্তোলন ও পাচার করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available