• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে রেকর্ড পরিমাণ আইসসহ আটক ৩

২৬ এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৩১:১৮

কক্সবাজারে রেকর্ড পরিমাণ আইসসহ আটক ৩

মোহাম্মদ শফিক, জেলা প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে রেকর্ড পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৬ এপ্রিল বুধবার দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

উদ্ধারকৃত আইসের পরিমাণ প্রায় ২১ কেজি ৯০ গ্রাম। এসময় মাদক চোরাচালানের দায়ে তিনজনকে আটক করেছে বিজিবি। এটিই এখন পর্যন্ত দেশের ইতিহাসে উদ্ধার হওয়া সর্বোচ্চ আইসের চালান বলে নিশ্চিত করেছে বিজিবি।

জানা যায়, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদের পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে।

আটকরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে বুজুরুজ মিয়া (৫১), ইউনিয়নের একই এলাকার মো. আব্দুর শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৩) ও মো. আবু মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।

লে. কর্ণেল সাইফুল বলেন, মঙ্গলবার মধ্যরাত সাড়ে ১২ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে বুধবার ভোর রাত সাড়ে ৪ টায় মিয়ানমার থেকে ৬/৭ জন পাচারকারী বস্তা কাধে পায়ে হেটে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক পাচারকারীরা সঙ্গে থাকা ২টি ছোট বস্তা ফেলে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ৩ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুইটি খুলে পাওয়া যায় ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৬৩ কোটি টাকার বেশী।

বিজিবির অধিনায়ক বলেন, ‘উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইসগুলো দেশের ইতিহাসের সর্বোচ্চ চালান। মাদকের বড় এই চালানটি পাচারকারিদের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদের উদ্দ্যেশ ছিল। পরে এই মাদকগুলো ছোট ছোট চালান আকারে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হত।’

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫