সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর মৌলভী বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে এ আর্থিক অনুদান বিতরণ করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন।
লায়ন মো. আসলাম চৌধুরী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অসহায়, তারা সব হারিয়ে দিশেহারা। আমরা সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। আমি সরকার এবং এলাকার বিত্তবানদের প্রতি অনুরোধ করবো যাতে সবাই তাদের বাড়িঘর নির্মাণে এগিয়ে আসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, সেচ্ছাসেবকদলের আহবায়ক মো. মোরসালিন, চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি বদিউল আলম বদরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম, সদস্য সচিব কোরবান আলী সাহেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available