যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় অবৈধভাবে দখলকৃত সরকারি জমি (ধানি) বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাজী নাজিব হাসান এ দখলকৃত জমি পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নুসরাত ইয়াসমিনসহ উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজায় প্রভাব খাটিয়ে সরকারি ৯৮.৫৮ একর (ধানি) প্রায় ৩০০ বিঘা জমি দখল করে ৪৭ জন মালিক দখল করে চাষ করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অভিযান চালিয়ে দখলকৃত জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে জমিগুলো দখলমুক্ত করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিব হাসান জানান, সকল ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available