• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১০:৪১:৪৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১০:৪১:৪৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জ মুক্ত দিবস আজ

১৩ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০৯:১৯

মানিকগঞ্জ মুক্ত দিবস আজ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১৩ ডিসেম্বর জেলার মুক্তি বাহিনীর সাঁড়াশি আক্রমণের মুখে টিকতে না পেরে মানিকগঞ্জ ছেড়ে পালায় পাক হানাদার বাহিনী।

সকাল হতে মুক্তিবাহিনী ও সাধারণ জনতার বিজয় উল্লাস ছড়িয়ে পড়ে পথে প্রান্তরে। মুক্ত আকাশে উড়ে লাল সবুজ পতাকা।

সিংগাইরের গোলাইডাঙ্গা, সুতা লরি, আজিমনগর, বায়ড়া, নিড়ালি, তেরশ্রী, সাটুরিয়াসহ বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি খন্ড যুদ্ধ হয়। গ্রামে গ্রামে হামলা চালায় পাকিস্তানি দোসর ও রাজাকারা, পুড়িয়ে দেয় কয়েক হাজার ঘরবাড়ি।

৯ মাসের মুক্তিযুদ্ধে এ জেলায় শহীদ হন ৫৮ জন মুক্তিযোদ্ধা। এছাড়াও হত্যা করা হয় সাত হাজার গ্রামবাসীকে। ২২ নভেম্বর পাকিস্তানি বাহিনী ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে হামলা চালায় এবং তেরশ্রী গ্রামের জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জনকে হত্যা করে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তানি হানাদাররা মানিকগঞ্জ থেকে পালাতে শুরু করে। অবশেষে ১৩ ডিসেম্বর মুক্ত হয় মানিকগঞ্জ।

এ উপলক্ষে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫৪টি মোমবাতি জ্বালিয়ে দিনব্যাপী দিবসটি পালনের সূচনা করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতিকুল মামুন, অতিরিক্ত প্রশাসক মো. আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৬:০৫


সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৫:৩২






গত অর্থ বছরে মেট্রোরেলে আয় ২৪৪ কোটি টাকা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৩৭:৫৫