ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে হুমকি-ধমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসী পরিবার। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার নাজিরহাট বাজারের ঝংকার মোড়স্থ একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফটিকছড়ি কাঞ্চননগর ইউনিয়নের বাসিন্দা ওমান প্রবাসী মো. হালিমের বড় ভাই মুহাম্মদ ইসমাঈল।
তিনি বলেন, আমার ছোট ভাই ওমান প্রবাসী মো. হালিম ফটিকছড়ি পৌর সদরের বিবিরহাট মাছ বাজার হতে কবলামূলে ২০১২ সালে মোহাম্মদ মঈন উদ্দীনের কাছ থেকে ৩ শতক জায়গা ক্রয় করেন এবং পার্শ্ববর্তী আরো এক শতক জায়গার জন্য ২০ লক্ষ টাকা বায়না চুক্তিনামা করেন। যা পরবর্তীতে তার কাছে বিক্রি করার কথা থাকলেও তিনি বায়নানামা চুক্তি ভঙ্গ করে মো. রহিম সওদাগর নামে অন্যজনের কাছে বিক্রি করে দেন।
রহিম সওদাগর ২০২৩ সালের শেষের দিকে দলিলে উল্লিখিত তার জায়গায় যাওয়ার ৫ ফুট প্রশস্ত পথটি বন্ধ করে দেন। এ বিষয়ে এসিল্যান্ড ও ফটিকছড়ি পৌর মেয়র সালিশি বৈঠকে পথটি খুলে দিতে এবং বায়নাকৃত এক শতক জায়গার ২০ লক্ষ টাকা ফেরত বা সমন্বয় করতে বলা হলেও তারা আইন বিচারের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে।
ভূমিদস্যুরা ক্রয়কৃত জায়গার চলাচলের পথ বন্ধ করে হুমকি-ধামকি দিয়ে তাদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি। এই নিয়ে প্রবাসীর পরিবার থানা ও বিজ্ঞ আদালতে মামলা করেছেন। উনারা ওই মাছ বাজার হতে কেউ জায়গা ক্রয় করলে তা বুঝে দেখে ক্রয়ের অনুরোধ করেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ওমান প্রবাসী মো. হালিমের ছোট ভাই আলিম উল্লাহ জনি ও পেয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available