• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৩:৪১ (14-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৩:৪১ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অগ্রিম টাকা নিয়েও মাহফিলে এলেন না শুয়াইব আশরাফী

১৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৪৩:০৭

অগ্রিম টাকা নিয়েও মাহফিলে এলেন না শুয়াইব আশরাফী

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অগ্রিম টাকা নিয়েও ওয়াজ মাহফিলে আসেননি বলে অভিযোগ উঠেছে হাফেজ ক্বারী শুয়াইব আহম্মেদ আশরাফীর বিরুদ্ধে। এ ঘটনায় অগ্রিম দেওয়া টাকা ফেরত চেয়ে ও বক্তাকে বয়কটের আহ্বান জানিয়ে শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও মাহফিলের আয়োজক কমিটি একত্রিত হয়ে সাংবাদিকদের এসব অভিযোগ করেন।

কমিটি জানান, বুধবার ১১ ডিসেম্বর চৌহালী উপজেলার বিনানই মধ্যে পাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখার কথা ছিল হাফেজ ক্বারী শুয়াইব আহম্মেদ আশরাফীর। আসার কথা বলে অগ্রিম ৬০ হাজার টাকাও নিয়েছেন। তবে কোনো কারণ না জানিয়ে রাস্তা থেকে ফিরে যান তিনি।

এ বিষয়ে মাহফিল কমিটির মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন,  আমরা সবাই মিলে এক বছর ধরে হাফেজ ক্বারী শুয়াইব আহম্মেদ আশরাফীর সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করি। মাহফিলে আসার জন্য দুইবারে আমরা তাকে ৬০ হাজার টাকা দেই। কিন্তু তিনি মাহফিলে আসেননি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় আব্দুল হক বলেন, আমরা এলাকার যুবসমাজ ১০ থেকে ১৫ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করি। আমরা অনেক আনন্দিত ছিলাম। আমাদের মাহফিলে বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসে জড়ো হয়েছিলেন। কিন্তু ৬০ হাজার টাকা নিয়েও তিনি মাহফিলে না এসে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা টাকা ফেরত চাই এবং সারা দেশে বয়কট করা হোক হাফেজ ক্বারী শুয়াইব আহম্মেদ আশরাফীকে।

এ বিষয়ে হাফেজ ক্বারী শুয়াইব আহম্মেদ আশরাফীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, মাহফিল কমিটি যে লোকেশন দিয়েছে যেখানে যাওয়ার পর আশপাশের মানুষকে জিগ্যেস করলে তারা জানান এরপর গাড়ি নিয়ে যাওয়ার আর রাস্তা নেই। মাহফিলে যেতে হলে আরও প্রায় বিশ মিনিট মোটরসাইকেলে যেতে হবে। মাহফিল কমিটি আমাকে আগে এসব কথা বলেন নাই। মোটরসাইকেলে  চলাচল করলে অসুস্থ হয়ে পরি বলে আমি সেখান থেকে ফিরে আসি। যে টাকা হাদিয়া পাঠিয়েছে মাহফিল কমিটি আমার মাদ্রাসায় আসলে সম্পূর্ণ টাকা ফেরত দিবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



চাঁপাইনবাবগঞ্জ শহর জুড়ে ককটেলের আতঙ্ক
১৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৫:১২

ঝিনাইদহ পিপিএল’র পর্দা উঠছে ১৬ ডিসেম্বর
১৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২২:৩৪