ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সুগার মিলে ৬৭তম আখ মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে ক্যান ক্যারিয়ার প্রাঙ্গণে এ মাড়াই কার্যক্রম শুরু হয়।
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ) আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী, আখ চাষি সমিতির সভাপতি আবুল কালামসহ অন্যান্যরা।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ৫ হাজার ৩০০ পঞ্চাশ মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এ বছর মিলের আখ মাড়াই কার্যক্রম চলবে ৫৫ থেকে ৬০ দিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available