সিলেট ব্যুরো: সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার প্রথম দিনে আগ্রহী প্রার্থীরা ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রেসক্লাবের সদস্য ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ পত্রিকা ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করে বলেন, সিলেটের সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে অংশগ্রহণ করছি। ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে। সহকর্মীরা আমাকে বিজয়ী করলে আমি তাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরি।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি সাঈদ চৌধুরি টিপু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ ও কোষাধ্যক্ষ আনন্দ সরকার।
ঘোষিত তফশিল অনুযায়ী, রোববার ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মনোয়নয়নপত্র সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত মনোনয়ন ফি জমা দিয়ে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এবং ক্রয় রসিদের ফটোকপি মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৮ ডিসেম্বর বুধবার মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও আপিল শুনানি। ২০ ডিসেম্বর শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সিলেট জেলা প্রেসক্লাবে ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available