• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৯:২০ (14-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৯:২০ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টুঙ্গিপাড়ায় অবৈধভাবে জমি দখলের অভিযোগ

১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২১:১১

টুঙ্গিপাড়ায় অবৈধভাবে জমি দখলের অভিযোগ

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের আইয়ুব আলী শেখের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে।

১৪ ডিসেম্বর শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, আইয়ুব আলী শেখ জোরপূর্বক ১৬ শতক জমি বালু ভরাট করে একটি আধা পাকা ঘর নির্মাণ করছেন। প্রকৃত এ জমির মালিক উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের মৃত. লায়েক আলী মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা এবং তার চাচা ফায়েক আলী মোল্লা।

প্রতিবেশী দ্বীন মোহাম্মাদ বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি এ জমি মোস্তাইন মোল্লা ও তার পরিবার ভোগ দখল করে আসছে। হঠাৎ করে সরকার পতনের পর আইয়ুব আলী শেখ তাড়াহুড়া করে বালু ভরাট করে ঘর নির্মাণের কাজ শুরু করছে। এ জমির প্রকৃত মালিক মোস্তাইন মোল্লা ও তাদের শরিকদের।

গজালিয়া গ্রামের কবির সর্দার বলেন, এটি আমার নানা বাড়ি। আমি ছোট বেলা থেকে দেখে আসছি এ জমি তাদের দখলে। হঠাৎ করে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে আইয়ুব মোল্লা। এলাকার সালিশ বিচার তারা মানে না।

জমির মালিক ফায়েক আলী মোল্লা বলেন, আমি চিকিৎসার জন্য দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম। আর আমার ভাতিজা মোস্তাইন মোল্লা কাজের জন্য বাড়ির বাইরে ছিল। এ জমির উপরে আমাদের প্রায় ২০টি চারা গাছ কেটে বালু ভরাট করে আইয়ুব আলী শেখ দখল নিয়েছে। বাড়িতে শুধু মহিলারা ছিল। তারা বাধা দিতে গেলে আইয়ুব আলী শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল নিয়েছে।

মৃত. লায়েক আলী মোল্লার স্ত্রী নূর জাহান বেগম বলেন, আমি বাধা দিতে গেলে আমাকে জীবন নাশের হুমকি দেয়। পরে আমি টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করি।

জমির মালিক মোস্তাইন মোল্লা বলেন, ক্ষমতার জোরে আইয়ুব আলী শেখ আমাদের জায়গা দখল করে নিয়েছেন। এর সুষ্ঠু বিচার দাবি করছি।

তদন্তকারী কর্মকর্তা এ.এস.আই আলাউদ্দিন জানান, দুই পক্ষকে আমরা থানায় ডেকেছিলাম। জমি দখলের বিষয় নিয়ে দখলদার আইয়ুব আলী শেখ জানায় এই জমি আমার দলিলের জমি। আমি আরও ৪০ বছর পূর্বে থেকে দখলে আছি। তবে তিনি কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। মোস্তাইন মোল্লা বলেন এ জমি আমার। আইয়ুব আলী শেখ আমার জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। তদন্ত চলমান আছে। তদন্ত শেষ হলে জানা যাবে প্রকৃত জমির মালিক কে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৫২



জাজিরায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫:৩৮


বিসিসিএমইএর বিশেষ সাধারণ সভা
১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২১:৫৯