সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামন তিতাসসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। ১৩ ডিসেম্বর শুক্রবার রাত ১০টায় পর্যটন নগরী কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কক্সবাজার র্যাব-১৫ এর অভিযানিক দল।
এ সময় ইউনিয়ন চেয়ারম্যান, তার ছোট ভাই সুমন মিয়া (২৫) ও চেয়ারম্যানের সহযোগী তারেক সরদার (৪০) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের কক্সবাজার থানায় সোপর্দ করে র্যাব। চেয়ারম্যান তিতাস ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
১০ ডিসেম্বর মঙ্গলবার সদরপুর থানায় কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রা গ্রামের মৃত আলেম শেখের পুত্র রুবেল শেখ বাদী হয়ে চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান তিতাসকে প্রধান আসামী করে মোট ২০ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আরও অজ্ঞাতনামা আসামী রয়েছেন ৭ থেকে ৮ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ৪ ডিসেম্বর তারিখে কৃষ্ণপুরে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকিরের সমর্থকদের মধ্যে মারামারির এক পর্যায়ে গুলিবর্ষণ করা হয়। তিতাসের সমর্থকের গুলিতে বিল্লাল ফকিরের সমর্থক মো. রুবেল হোসেনকে প্রকাশ্য গুলি করে গুরুতর আহত করা হয়। ওই সময় রুবেলকে সদরপুর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে রুবেল শেখ ১০ ডিসেম্বর বাদী হয়ে মামলা করেন।
এ ব্যাপারে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মামুন জানান, কক্সবাজার র্যাব-১৫ তাদের গ্রেফতার করে স্থানীয় থানায় সোপর্দ করে। এরপর আমাদের সাথে যোগাযোগ হলে সদরপুর থানা থেকে আসামীদের বিরুদ্ধে মামলার কপি পাঠানো হয়। থানায় মামলা দায়েরের পর থেকে আসামীরা নিজ এলাকা থেকে পালিয়ে কক্সবাজার অবস্থান করছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available