উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের বারইপাড়া, কাপাশিয়া, কালুকাছড়া, করিমেরপাড়া, ভাবনদত্ত ও কাকুরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত বাহ্ রুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসায় এতিমখানার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার বিকেলে বারইপাড়া ঈদগা মাঠ সংলগ্ন বাহ্ রুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়। দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ডাক্তার নজরুল বিন মহসিন গার্লস কলেজের সিনিয়র প্রভাষক ছানোয়ার হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তাহেরুজামান তারা, আলহাজ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, আলহাজ আব্দুল আজিজ , ইউপি সদস্য চান মাহমুদ, বদিউজ্জামান বাদশা সিদ্দিকী রাজা মাহমুদসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন বাহরুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মওলানা শফিকুল ইসলাম। উদ্বোধন ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available