স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আরিফ মিয়া (৩২) নামের এক যুবক আহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নসহ ১৪৫ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করা হয়। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অজ্ঞাত আরও ৪০০-৫০০ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনূর আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শাহীনূর আলম জানান, মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আরিফ মিয়া আদালতে মামলাটির আবেদন করেন এবং আদালতের নির্দেশনায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সশস্ত্র বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হন তিনি। শরীরের কয়েকটি স্থানে গুলি লাগার পর তিনি অচেতন হয়ে রাস্তায় পড়েছিলেন। পরবর্তীতে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আরিফ মিয়া চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় এসে মামলা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available