• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১০:৫৬:১৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১০:৫৬:১৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে বিটিভি’র সঙ্গীত পরিচালক নাছির খানের বাড়িতে ডাকাতি

১৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৭:০৯

ফকিরহাটে বিটিভি’র সঙ্গীত পরিচালক নাছির খানের বাড়িতে ডাকাতি

বাগেরহাট (পশ্চিম)  প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক ও সংঙ্গীত শিল্পী নাছির খানের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫ ডিসেম্বর রোববার ভোর রাতে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাছির খানের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, রোববার ভোর রাতে ৭-৮ জনের একটি ডাকাত দল সুকৌশলে দোতালায় এসে দরজা খুলে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা পরিবারের লোকজন টের পেয়ে ঘুম থেকে উঠে পড়েন। এ সময় ডাকাতদল আমার দুই বাচ্চাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখায়। এরপর তারা আমাকে ও আমার বাবা সিদ্দিক খান, মা রঞ্জিতা বেগমসহ সকলের হাত-পা ও মুখ বেঁধে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাত দল নগদ ৬০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেন, ছোট-বড় চারটি আংটি, দুটি রুলি, দুই জোড়া কানের্থা ও একজোড়া রূপার নূপুর নিয়ে গেছে। এতে আমাদের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ডাকাত দল ডাকাতি করে একটি প্রাইভেটকার যোগে পালিয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আলমগীর কবীর জানান, সঙ্গীত শিল্পী নাছির খানের বাড়িতে ডাকাতির খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৬:০৫


সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৫:৩২






গত অর্থ বছরে মেট্রোরেলে আয় ২৪৪ কোটি টাকা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৩৭:৫৫