রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মূলধারার গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিদের নিয়ে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ ইলিয়াছ তালুকদারকে (ভোরের কাগজ) সভাপতি ও মো. নুরুল আবছার চৌধুরীকে (আমার দেশ, ইনকিলাব ও কর্ণফুলী) সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
১৫ ডিসেম্বর রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগের দিন চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
এছাড়া সহ সভাপতি পদে আব্বাস হোসাইন আফতাব (যুগান্তর ও এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন কায়ছার (মানবজমিন ও একুশে পত্রিকা), দপ্তর সম্পাদক পদে আরিফুল হাসনাত (আমাদের সময় ও সিএইচডি টিভি) নির্বাহী সদস্য পদে মোহাম্মদ আলী (ইত্তেফাক), আকাশ আহমেদ (আজকের পত্রিকা) ও মাসুদ নাসির (দৈনিক সমকাল ও পূর্বদেশ) নির্বাচিত হয়েছেন।
সংগঠনের বিদায়ী সভাপতি জিগারুল ইসলাম জিগার (দৈনিক কালের কণ্ঠ, পূর্বকোণ) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের বিদায়ী যুগ্ম সম্পাদক শান্তি রঞ্জন চাকমা (দৈনিক নয়া দিগন্ত, সুপ্রভাত বাংলাদেশ), বিদায়ী অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা (দৈনিক আজাদি, কালবেলা ও সিপ্লাস টিভি)।
এছাড়া, রাঙ্গুনিয়ায় কর্মরত ৭ জনকে গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য পদ দেয়া হয়েছে। তারা হলেন- ইসমাইল হোসেন নয়ন (প্রতিদিনের বাংলাদেশ), আশেক এলাহি (দৈনিক সাঙ্গু), মুবিন বিন সোলাইমান (দৈনিক সংবাদ), জাহেদ হাসান তালুকদার (সময়ের আলো), মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), ফাহিম শাহরিয়ার (দৈনিক সারাবেলা), দেলোয়ার হোসেন (দৈনিক দেশ বর্তমান)।
সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবী, জুলাই-আগস্টে নিহত শহিদ ও প্রয়াত রাঙ্গুনিয়ার সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available