কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় দুই দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। ১৫ ডিসেম্বর রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিরুল কায়সার।
এসময় পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুসহ বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ স্বাধীন হলেও পরাধীনতার শেকল থেকে মুক্ত করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ ধারা যাতে অব্যাহত থাকে সেদিকে খেয়াল রাখার তাগিদ ছিল বক্তাদের মুখে।
মেলায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে চারু, কারু ও জেলায় তৈরি বিভিন্ন পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন আগত অতিথিরা। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মেলায় আগতরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available