স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
১৫ ডিসেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র পারভেজ মোশাররফ।
এ সময় তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া পৌরসভা এলাকায় তাদের সংগঠনের সদস্য সচিব ও মুখ্য সংগঠকে উপর অতর্কিত হামলা চালানো হয়। এ হামলার জন্য ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দায়ী করেন।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান, মুখ্য সংগঠক বেলাল হোসেন বাঁধন ও যুগ্ম আহ্বায়ক সাইয়াদ ইসলাম শ্রেষ্ঠ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available