টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় স্ত্রীকে ফিরে পেতে মো. ইমরান হোসেন (২৫) নামের এক যুবক সংবাদ সম্মেলন করেছেন।
১৫ ডিসেম্বর রোববার দুপুরে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে স্ত্রীকে ফিরে পেতে এ সংবাদ সম্মেলন করেন। তিনি সুন্দরবন ইউনিয়নের কাটাখালি গ্রামের মো. সেলিম খানের ছেলে।
মো. ইমরান হোসেন বলেন, আমি গত ১৯ আগস্টে পারিবারিকভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের আশরাফুল শেখের একমাত্র মেয়ে জান্নাতুল বাকি ওরফে জান্নাতিকে বিয়ে করি। আমরা বেশ কিছুদিন যাবত সুন্দরভাবে সংসার করতে থাকি। এরপর আমার স্ত্রীকে একটা মোবাইল ফোন কিনে দেই। সেই ফোনে আমার স্ত্রী ইমো ব্যবহার করতো যার নাম মায়ারানী এবং ফেসবুক চালিয়ে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো। অনেকবার আমার স্ত্রীকে ভিডিও কলে কথা বলা অবস্থায় ধরে ফেলি।
তিনি বলেন, আমার স্ত্রী একাধিক ছেলেদের সাথে কথা বলতো এটা আমি জানতে পারি। এ বিষয়ে আমার স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়। তারপর গত ১২ ডিসেম্বর শক্রবার সকাল ১০টায় তার নানির সাথে মোবাইলে কথা বলতে দেখি। তারপর আমার স্ত্রী আমাকে না বলে চলে যায়। এ বিষয়ে আমার বাবা সেলিম খান মোংলা থানায় একটি জিডি করেন। আমার স্ত্রী জান্নাতুল বাকী ওরফে জান্নাতিকে অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, কিন্তু পায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available